বাড়তি হজযাত্রী নেয়ার প্রস্তাব নাকোচ করল সৌদি আরব
স্টাফ রিপোর্টার:
হজযাত্রীর কোটা বাড়াতে বাংলাদেশের আবেদন সৌদি আরব সরকার নাকচ করে দিয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একবার নাকচ হওয়ার পর কোটা বৃদ্ধির আশা সুদূর পরাহত, তবে এরপরও মন্ত্রণালয় কোটা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে।
কোটা অনুযায়ী এ বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ পালনে সৌদি আরবে যেতে পারবেন। এর মধ্যে ১০ হাজার সরকারি এবং ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন।
বিভিন্ন এজেন্সির মাধ্যমে এবার কোটার অতিরিক্ত প্রায় ৩০ হাজার মানুষ হজে যাওয়ার জন্য অনলাইনে আবেদন করেন। এর মধ্যে অতিরিক্ত ২৫ হাজার জনকে হজের সুযোগ করে দিতে সৌদি সরকারের কাছে আবেদন করে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত কোটার মধ্যে এজেন্টের মাধ্যমে যে পরিমাণ হজযাত্রী যাওয়ার জন্য যোগ্য বিবেচিত হয়েছেন, তাদের আগামী ১৮ জুনের মধ্যে সৌদি আরবে ব্যাংক হিসাব খোলা, টাকা জমা দেওয়া, বাড়ি ভাড়া ও মোয়াল্লেমদের সঙ্গে চুক্তিসহ যাবতীয় কাজ শেষ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত তারিখের মধ্যে এসব কাজ শেষ না করলে এজেন্টরা তাদের হজযাত্রী পাঠাতে ব্যর্থ হবেন। এ ধরণের অবহেলার জন্য সংশ্লিষ্ট এজেন্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।