বাড়ি ফিরলেন হানি সিং
বিনোদন ডেস্ক:
গত বেশ কিছুদিন ধরেই ভারতের আলোচিত গায়ক ইয়ো ইয়ো হানি সিংয়ের কোন খোঁজ-খবর নেই। কোন স্টেজ শো বা নতুন কোন গানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গেছে, মদের নেশা থেকে মুক্তি পেতে তিন মাস রিহ্যাব সেন্টারে কাটিয়ে সম্প্রতি বাড়ি ফিরেছেন এই গায়ক। ‘চার বোতল ভদকা’র জনপ্রিয় র্যাপার হানি সিং নিজ জীবনে রোজ মদ না খেলে চলেনা। তবে বহু বছর ধরেই তিনি এই কুঅভ্যাস ছাড়ার চেষ্টা করছিলেন। কিন্তু উল্টো আরও বেশি নেশার কবলে জড়িয়ে পড়ছিলেন। কিন্তু কয়েকমাস আগে তিনি এমন একটা ঘটনা যাতে রিহ্যাব যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। একটি শো-এর জন্য দেশ ছেড়ে বিদেশে গিয়েছিলেন তিনি। সেখানে বারবার তার কাছে ফোন আসে অন্য আর একটি শো করার জন্য। জানা গেছে, সেই সময় হানি মদ্যপ অবস্থায় ছিলেন। আর বারবার ফোন আসায় বিরক্ত হয়ে রাগ সামলাতে না পেরে নিজের মাথায় কাচের বোতল ভেঙে ফেলেন। রক্তাক্ত অবস্থায় হানি সিংকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উনি নিজেই রিহ্যাবে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিন মাস রিহ্যাবে কাটানোর পর নাকি এখন নিজের রাগ আর মদের নেশা দুটোকেই কাবু করে ফেলেছেন ইয়ো ইয়ো সিং।