বিআরটিএ’র উপ পরিচালকের স্ত্রী কলেজ শিক্ষিকা কৃষ্ণা কাবেরী মোহাম্মদপুরে নিজ বাসায় কুপিয়ে খুন
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র উপ পরিচালক শীতাংসু শেখর বিশ্বাসের স্ত্রী কলেজ শিক্ষিকা কৃষ্ণা কাবেরী বিশ্বাস নিজ বাসায় খুন হয়েছেন।
সোমবার সন্ধ্যায় মোহাম্মদপুরের ইকবাল রোডের ৩/১২ নম্বর বাড়ীর দু’তলার ফ্লাটে অজ্ঞাত সন্ত্রাসীরা বাসায় ঢুকে ধারালে অস্ত্র দিয়ে এ হামলা চালায়।
এ সময় দুর্বৃত্তদের হামলায় তার স্বামী বিআরটিএ কর্মকর্তা শীতাংসু শেখর বিশ্বাস, বড়মেয়ে শ্রুতি বিশ্বাস (১৭) ও ছোট মেয়ে অত্রি বিশ্বাস (৯) আহত হন। তারা মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
আর এ বিষয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, পূর্বশত্রুতার জের ধরে নাকি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।