Connecting You with the Truth

বিএনপির কর্মসূচি বানচালে সরকার পেটোয়া বাহিনী ব্যবহার করেছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘৫ জানুয়ারি’ ভোটারবিহীন নির্বাচনের তৃতীয় বর্ষপূতিতে বিএনপি সারা দেশে কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছে। বিএনপির এ কর্মসূচি বানচালের জন্য সরকার দলীয় পেটোয়া বাহিনী ব্যবহার করছে। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, বিএনপির পার্টি অফিসের সামনে প্রজন্মলীগ নামে তাদের একটি পেটোয়া বাহিনী এসে তাণ্ডব চালায় এবং আমাদের একজন নেতাকে মারধর করে। পার্টি অফিসের সামনে পুলিশের উপস্থিতিতে যখন এ ধরনের ঘটনা ঘটে, তখন আপনারা বুঝতে পারছেন সরকার কী ধরনের প্রোভেকেশন করছে। সরকার চাচ্ছে এ ধরনের ঘটনা ঘটিয়ে বিএনপিকে একটি উত্তেজনাকর ও সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিতে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান প্রমুখ।

Comments
Loading...