Connecting You with the Truth

বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা সাবেক এমপি লালু’কে গাবতলী থানা কৃষকদলের সংবর্ধনা

VLUU L100, M100 / Samsung L100, M100

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া-৭(গাবতলী-শাজাহানপুর) এলাকার সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনোনিত হওয়ায় বগুড়ার গাবতলী থানা ও পৌর কৃষকদলের পৰ থেকে বগুড়া চম্পা মহলে ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে। এসময় উপসি’ত ছিলেন গাবতলী থানা কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম বাদশা, সাধারন সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মোত্তালিব হোসেন, পৌর কৃষকদলের সাধারন সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান মতি, কৃষকদল নেতা মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

Comments
Loading...