Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পূর্বপরিকল্পিত বিএনপি নির্বাচন থেকে সরে দড়িয়েছে : হানিফ

2015-04-28_6_546261

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ বলেছেন, তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির নির্বাচন থেকে সরে দাঁড়ানো পূর্বপরিকল্পিত।

তিনি বলেন, বিএনপি সিটি করপোরেশন নির্বাচনকে কূটকৌশল হিসেবেই নিয়ে ছিল। তাদের প্রার্থী নির্বাচন দেখলেই বোঝা যায় সত্যিকার অর্থে তারা বিজয়ী হওয়ার জন্য প্রার্থী দেয় নাই। নির্বাচনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনজুরুল আলমকে বলির পাঁঠা বানানো হয়েছে বলেও অভিযোগ করেন হানিফ।

মাহবুব উল-আলম হানিফ আজ দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি পরাজয় নিশ্চিত জেনেই এবং আন্দোলনের ইস্যু খোঁজার জন্য সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়িছে উল্লেখ করে হানিফ বলেন, ‘এটি ছিলো তাদের পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এর মধ্যদিয়ে তারা নতুন করে ইস্যু তৈরির চেষ্টা করছে। যে ইস্যু দিয়ে তারা আবার আন্দোলনে নামতে পারে।

তিনি অভিযোগ করেন, এর আগে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া নির্বাচনী প্রচারের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিলেন।
শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে হানিফ বলেন, একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়ার পরে সে কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ নির্বচন নিয়ে যে অভিযোগ করেছেন তা কাল্পনিক এবং ভিত্তিহীন বলে মন্তব্য করেন মাহবুবুল উল-আলম হানিফ।

Leave A Reply

Your email address will not be published.