Connecting You with the Truth

বিএনপি ক্ষমতায় গিয়ে লুটপাট করে: নাসিম

নাসিমস্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। দলটি ক্ষমতায় এলে জনগনের জন্য উন্নয়ন করে। আর বিএনপি ক্ষমতায় গিয়ে উন্নয়নের পরিবর্তে লুটপাট করে, বিদ্যুত সরবরাহের নামে শুধুই খাম্বা গাড়ে।’

সোমবার সকালে মন্ত্রি তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরের ভাঙ্গন কবলিত মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া ও কাজীপুর সদর ইউনিয়নের মেঘাই এলাকায় যমুনার ভাঙ্গন রোধে ‘নদী তীর সংরক্ষণ’ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সমবেত জনতার উদ্দেশ্যে স্বতর্ঃস্ফুত পথসভায় এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বর্ষা মৌসুমে প্রমত্তা যমুনার ভাঙ্গণরোধে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রায় সাড়ে তিন শ’ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের জানমাল রক্ষা করা হয়েছে। ভবিষ্যতে যমুনার পশ্চিমপাড়ে আরো শক্ত অবকাঠামো নির্মাণ করে সিরাজগঞ্জ ও কাজীপুরের মানুষকে ভাঙ্গণের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা করা হবে।’

Comments