Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিএনপি জামায়াত রাজনীতির নামে মানুষ হত্যা করছে -প্রতিমন্ত্রী রাঙ্গা

DSC03444
লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের পুুরুস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা .

পাপেল দাস,  হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:  স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, বিএনপি জামায়াত রাজনীতির নামে মানুষ হত্যা করছে এর দাতভাঙ্গা জবাব জনগনই দিবে। তিনি খালেজা জিয়ার উদ্দেশ্য বলেন, স্বাধীনতার কথা সকল দলকেই স্বীকার করতে হবে। আসুন পার্লামেন্টে দল বল নির্বিশেষে দেশের উন্নয়নে সমস্যা সমাধান করি। তিনি আরও বলেন যার দল তার তার দেশের উন্নয়ন সবার। গতকাল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের পুুরুস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মন্ত্রী এ সব কথা বলেন। বিদ্যালয়ে মাঠে প্রধান শিক্ষক আলহাজ্ব এমজি মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও মাহবুবর রহমান, স্বাগত বক্তব্য রাখেন অন্যাদের আওয়ামীলীগের সভাপতি বদিউ্জ্জামান ভেলু, অধ্যক্ষ সাওয়ার হায়াত খান, সাধারন সম্পাদক মাহমুদুল হাসা সোহাগ, আলজাহাজ্ব নুরুজ্জামান, শামসুল হুদা, ওভা লালমনিরহাটের পরিচালক সুজিৎ কুমার ঘোষ, প্ল্যান ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মাহফুজার রহমান, ও জাতীয়পার্টির সাধারন সম্পাদক নুরুল আমি প্রমুখ। পরিষেশে মন্ত্রী সকল কৃতি শিক্ষার্থী ও প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে সম্মাননা পুরুস্কার বিতরন করেন। এর আগে মন্ত্রী দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্বরে একটি বাড়ী একটি খামার পল্লী সঞ্চয় ব্যাংক নব নির্মিত ভবন ও পল্লী জীবিকায়ন প্রকল্প ২য় পর্যায় নবনির্মিত অফিস ভবন পৃথক পৃথক আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি জেলা প্রশাসক হাবিবুর রহমান, মিসেস মন্ত্রী সাথে ছিলেন্ ।

Leave A Reply

Your email address will not be published.