Connecting You with the Truth

বিগ-বি’র হাতে হিরার আংটি

b-4
বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় তারকা অমিতাভ বচ্চনকে হিরার আংটি উপহার দিলেন জনপ্রিয় পাঞ্জাব গায়ক মিকা সিং? সম্প্রতি ‘বলবিন্দর সিং ফেমাস হো গ্যায়া’ ছবির অডিও প্রকাশ অনুষ্ঠানে অমিতাভকে এ উপহার দেন তিনি। শুধু উপহার দিয়েই চলে গেলেন তা নয়, নিজে হাতে বিগ বি’র ডানহাতের আক্সগুলে হিরার আংটি পরিয়ে দেন তিনি? আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় ‘গায়ক-নায়ক’ হিসেবে দর্শকের সামনে আসছেন মিকা সিং। অমিতাভ বচ্চনকে এমন উপহার দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিগ বি তার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সংগীত প্রকাশনা অনুষ্ঠানে এসেছেন, এজন্য তিনি অমিতাভের কাছে কৃতজ্ঞ? দামী উপহার দেওয়ার জন্য বন্ধুবান্ধব থেকে পরিচিত মহলে বেশ সুনাম আছে পাঞ্জাব স্টার মিকা সিংয়ের? কিছুদিন আগেই অভিনেতা মিঠুন চক্রবর্তীকে একটি হাতঘড়ি উপহার দিয়েছিলেন এই গায়ক?

Comments
Loading...