Connect with us

জাতীয়

বিচারকের ওপর হামলা মানেই রাষ্ট্রের ওপর হামলা -র‌্যাব মহাপরিচালক

Published

on

বাংলাদেশেরপত্র ডেস্ক:
বিচারকদের ওপর হামলা মানেই রাষ্ট্রের ওপর হামলা বলে মন্তব্য করেছেন র‌্যাবের নব নিযুক্ত মহাপরিচালক বেনজীর আহমেদ। বুধবার দুপুরে দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট হাসপাতালে সাংবাদিকেদর কাছে এ মন্তব্য করেন তিনি। এর আগে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদেরকে দেখতে ওই হাসপাতালে যান। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, যারা রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কাজ করে তারা সন্ত্রাসী। তাদের রুখে দাঁড়াতে হবে। যেখানেই সন্ত্রাসী কর্মকান্ড হবে বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কেউ করবে তখনই আমাদের খবর দেবেন। আমরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে যা করা দরকার তা করব। মঙ্গলবার রাতে সাবেক প্রতিমন্ত্রীর ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন। তাই এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে নাশকতার পর র‌্যাবের ভূমিকা প্রসঙ্গে বেনজীর বলেন, যারা নাশকতা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। র‌্যাব প্রথম থেকেই অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *