Connecting You with the Truth

বিচার বিভাগ নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে মির্জা ফখরুলকে

fokhrul

বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্য বিভিন্ন পত্রিকায় প্রকাশের বিষয়ে হলফনামা আকারে আবারো মন্তব্যকারীকে ব্যাখ্যা দিতে আদেশ দিয়েছে আপিল বিভাগ।

বিচার বিভাগ নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য বিষয়ে আপিল বিভাগের শুনানিতে আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়া হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।

গত ৭ ফেব্রুয়ারি সিলেটে বিএনপি’র সম্মেলনে বিচার বিভাগ নিয়ে মন্তব্য করে বক্তৃতা করেন মির্জা ফখরুল। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই বক্তব্য বিষয়ে গত ১৮ ফেব্রুয়ারি ফখরুলের ব্যাখ্যা চায় আপিল বিভাগ।

Comments
Loading...