Connecting You with the Truth

বিজ্ঞান ভিত্তিক ও আলামত নির্ভর তদন্ত নিশ্চিত করতে হবে: আইজিপি

IGP Pic(1) 10-02-16

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। বুধবার সকালে পিবিআই সম্মেলন কক্ষে পিবিআই রংপুরের পুলিশ কর্মকর্তাদের সাথে আইন শৃংঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত প্রকাশ করেন তিনি। আইজিপি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের তদন্তের ক্ষেত্রে আলামত সংগ্রহ, সংরক্ষণ করে প্রয়োজনে বিশেষজ্ঞদের মতামত নেয়ার নির্দেশ প্রদান করেন। বিজ্ঞান ভিত্তিক ও আলামত নির্ভর তদন্ত নিশ্চিত করতে রংপুর পিবিআই সঠিক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইাজপি। তিনি বলেন, অপরাধীদের তথ্য সংগ্রহ করে ক্রিমিনাল প্রোফাইল তৈরি, থানা পুলিশের তদন্ত কার্যক্রমে সহায়তাসহ অপরাধ ও অপরাধী সংক্রান্ত অন্যান্য দায়িত্ব পালন অব্যহত রাখাই পিবিআই এর কাজ। এর আগে আইজিপির সামনে রংপুর পিবিআই এর গত সাত মাসের কার্যক্রম তুলে ধরা হয়। অধিকতর তদন্তের জন্য ৩৮৫ টি মামলা পিবিআই রংপুরকে প্রদান করে আদালত। এর মধ্যে ১৮৩াট মামলা নিস্পত্তি করা হয়। পিবিআই রংপুর বিভাগের পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির বিপিএম পিপিএম, এবং অতিরিক্ত পুলিশ সুপার

Comments
Loading...