Connecting You with the Truth

বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি সাগর চন্দ্রের মৃত্যু

downloadনিজস্ব প্রতিবেদক: বিডিআর বিদ্রোহ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাগর চন্দ্র দাস (৩৩) মারা গেছেন। শনিবার সকালে শ্বাসকষ্টজনিত রোগে তার মৃত্যু হয়।

কারারক্ষী জাকারিয়া মাসুদ জানান, শনিবার ভোরে কেন্দ্রীয় কারাগারে সাগর অসুস্থ হয়ে পড়েন। তিনি জানান বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হচ্ছে। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাগর কক্সবাজার সদর উপজেলার সুনীল চন্দ্র দাসের ছেলে। যাবজ্জীবন সাজা পেয়ে ২০১১ সাল থেকে তিনি কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তার কয়েদি নম্বর ৮৮০।

Comments
Loading...