বিতর্কিত ফ্লাইট রুট প্রশে তাইওয়ানে বিক্ষোভ, গ্রেফতার ১৩
চীনের একটি বিতর্কিত নতুন ফ্লাইট রুট চালুর পরিকল্পনার বিরুদ্ধে সর্বশেষ বিক্ষোভের ঘটনায় তাইওয়ান পুলিশ শনিবার ১৩ জনকে গ্রেফতার করেছে। তারা প্রেসিডেন্টের বাসভবনের প্রাচীরে লাল রং ছিটিয়ে দেয়। শনিবার ভোরে তাইপেতে প্রেসিডেন্ট মা ইং-জিউয়ের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সামরিক পুলিশের সাথে তাইওয়ানের চীন বিরোধী ছোট বিরোধী দল তাইওয়ান সলিডারিটি ইউনিয়নের বিক্ষোভকারীদের হাতাহাতি হয়। তাইওয়ান প্রণালীর ওপর দিয়ে এম৫০৩ নামের এক নতুন রুট উদ্বোধন করার প্রাক্কালে এ বিক্ষোভ শুরু হয়। এম৫০৩ হচ্ছে চারটি রুটের অন্যতম। এ রুটে চীনের উপকূলীয় ঝিজিয়াং প্রদেশ ও ফুজিয়ান প্রদেশের ফুঝুউ এবং জিয়ামেন নগর থেকে তাইওয়ান প্রণালীর ওপর দিয়ে বিমান চলাচল করবে। বেইজিং জানায়, তাদের বিদ্যমান বিমানপথের ঘিঞ্জি অবস্থা দূর করা প্রয়োজন। তবে তাইওয়ান কর্তৃপক্ষ চীনের এ ধরনের এক তরফা পদক্ষেপের সমালোচনা করে বলেছে, এটি বিমান প্রতিরক্ষার ক্ষেত্রে একটি বড় হুমকি।