বিদায় নিলেন জোকোভিচ, শেষ চারে শারাপোভা
স্পোর্টস ডেস্ক:
ক্রোয়েশিয়ার টেনিস তারকা ইভো কার্লোভিচের কাছে হেরে দোহায় অনুষ্ঠিত কাতার ওপেন থেকে বিদায় নিলেন বর্তমান বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ। তবে, শারাপোভা ব্রিসবেন ইন্টারন্যাশনালের শেষ চারে জায়গা করে নিয়েছেন। এর আগে এ আসর থেকে বছরের শুরুতেই বিদায় নিয়েছেন আরেক টেনিসে সেনসেশন রাফায়েল নাদাল। এবারে নাদালের পথ ধরলেন জোকোভিচও। আর দু’জনই হেরেছেন শীর্ষ ২৫ জনের বাইরে থাকা টেনিস খেলোয়াড়দের বিপক্ষে। বিশ্বসেরা জোকোভিচ ক্রোয়েশিয়ান কার্লোভিচের কাছে ৬-৭ (২/৭), ৭-৬ (৮/৬), ৬-৪ সেটে হেরে যান। ২৭ নম্বরে থাকা কার্লোভিচের ম্যাচ শেষে বলেন, আমি এ জয় পেয়ে বেশ ভালো অনুভব করছি। কারণ আমাকে খেলতে হয়েছে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। নিজের খেলার দিকেই বেশি মনোযোগ দিয়েছিলাম। অসাধারণ কিছু করে দেখাতে পারবো এমন চিন্তা করিনি। এদিকে ব্রিসবেন ইন্টারন্যাশনালের শেষ চারে জায়গা করে নিয়েছেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। কোয়ার্টার ফাইনালে শারাপোভা সুয়ারেজ নাভারোকে হারিয়েছেন ৬-১, ৬-৩ গেমে।