Connecting You with the Truth

বিদেশি ব্যাংকে জমবে লিবীয় তেলের লভ্যাংশ

oilybiaআন্তর্জাতিক ডেস্ক:

তেলসমৃদ্ধ দেশ লিবিয়ার পশ্চিম স্বীকৃত প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল তানি সম্প্রতি অভিনব এক সিদ্ধান্ত নিয়েছেন। দেশটির তেল বিক্রয়ের লভ্যাংশ জমা রাখার জন্যে দেশের বাইরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হতে পারে। ত্রিপোলীতে অবস্থানকারী বিদ্রোহী ‘সরকার’ তেলের লভ্যাংশ ‘হাতিয়ে নিতে’ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তার বিপরীতে তানির এ নয়া উদ্যোগ হতে পারে অন্যতম হাতিয়ার। লিবিয়ায় এ মুহূর্তে তেলের লভ্যাংশ যুদ্ধের অন্যতম রসদ। উভয়পক্ষই প্রতিযোগীতায় নেমেছে- কারা কত বেশি তেলক্ষেত্র দখল করতে পারে। এর বিক্রয় থেকে আগত বিপুল অর্খ ব্যয়িত হচ্ছে গৃহযুদ্ধে, যেখানে ফজরে লিবিয়া বাহিনী যুঝছে আল তানির সেনাবাহিনীর সঙ্গে। এছাড়া আল তানির সরকার শিগগিরই পরিবর্তন আনবে তেল বিকিকিনির নীতিমালাতেও। লিবীয় তেলের একমাত্র অংশীদার হিসেবে নিজেদের দাবি করার কারণে আল তানি সরকার বহুজাতিক বাজারে তেল বিক্রয়ে বাধার মুখে পড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এ মুহূর্তে তেল বিক্রয়ের লভ্যাংশ রক্ষিত হয় লিবিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং ন্যাশনাল অয়েল কর্পোরেশনের কাছে। দুটোর দপ্তরই ত্রিপোলিতে অবস্থিত। যে কারণে তানি সরকার লভ্যাংশ বেহাত হয়ে যাওয়ার ব্যাপারে শঙ্কাবোধ করছেন। জানা যায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানিতে ন্যাশনাল অয়েল কর্পোরেশনের প্রতিনিধিত্বকারী দপ্তর খুলবে আল তানি সরকার। এছাড়া জ্বালানী ও যন্ত্রাংশের বিপরীতে দেশগুলোর সঙ্গে অশোধিত তেল বিনিময় করতে পারে লিবিয়া।

Comments
Loading...