বিধানসভায় পশ্চিমবঙ্গের ‘বাংলা’ নামের অনুমোদন
অনলাইন ডেস্ক: বিরোধিতার মধ্যেও ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা রাখার একটি প্রস্তাব অনুমোদন করেছে। বাংলাদেশের প্রতিবেশী এই ভারতীয় রাজ্যের নাম ইংরেজিতে হবে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে হবে ‘বঙ্গাল’।
প্রস্তাব পাশ হওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমরা বাংলা এবং বেঙ্গল নাম রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছি যাতে তারা এই প্রস্তাবকে গ্রহণ করে। আমরা আশা করবো সংসদের পরবর্তী অধিবেশনে এই প্রস্তাবটি পাশ করা হবে।
বিধানসভায় শাসক-বিরোধী জোর বিরোধের মধ্যেই পাশ হয়েছে রাজ্যের নাম বদলের প্রস্তাব। কংগ্রেস বিধায়করা ওয়াকআউট করেছেন। বামদের প্রস্তাবিত সংশোধনী খারিজ হয়ে গেছে। বিজেপি বিধায়করা বলেছেন, নাম বদলের প্রস্তাবে কেন্দ্রের সিলমোহর পড়তে দেবেন না। সংখ্যাধিক্যের সুবাদে প্রস্তাব পাশ করাতে অবশ্য কোনও সমস্যা হয়নি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের। তবে অধিবেশন থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যারা নাম বদলের প্রস্তাবের বিরোধিতা করলেন, তাদের জন্য আমার কোনও দুঃখ নেই। ইতিহাস তাদের ক্ষমা করবে না। তারা নিজেরা নাম বদলের চেষ্টা করেছিলেন, পারেননি। তাই এখন আমাদেরও করতে দেবেন না। আঙুর ফল টক।
ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কোনও রাজ্যের নাম পরিবর্তন করতে হলে তাতে লোকসভার অনুমোদন প্রয়োজন। অতীতেও পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি উঠেছিল একাধিকবার। কিন্তু কখনওই শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। অনেক ঐতিহাসিক তখন বলেছিলেন, পশ্চিমবঙ্গ নামের মধ্যে ‘পশ্চিম’ শব্দটি দেশভাগের করুণ ইতিহাসের স্মৃতি বহন করে – সেটা অযথা মুছে ফেলার কোনও মানে হয় না। আনন্দবাজার ও বিবিসি।