Connect with us

Highlights

বিবিসি বাংলার চোখে আজকের বাংলাদেশী পত্রিকার খবর

Published

on

মোখায় ক্ষয়ক্ষতির হিসাব, হিন্দু নারীর অধিকার নিয়ে হাইকোর্টের রুল, নাটকীয় জয়ে সিরিজ বাংলাদেশের

আজ সমকালের প্রথম পাতাজুড়ে প্রধার খবর “বড় বাঁচা বাঁচল উপকূল”। প্রতিবেদনে বলা হচ্ছে, চোখ রাঙিয়েছে কয়েক দিন। ক্ষণে ক্ষণে বদলিয়েছে গতি। ঘূর্ণিঝড়টির প্রবল ক্ষমতা দেখে বিশ্বের সব আবহাওয়া সংস্থার পূর্বাভাসে বড় ঝুঁকির তালিকায় ছিল বাংলাদেশ।

কেউ কেউ একে সুপারসাইক্লোনও বলেছেন। আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার নৌবন্দরকে দেখিয়ে যেতে বলেছিল ১০ নম্বর মহা-বিপৎসংকেত।

এমন আভাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপকূলে। মোকার মূল কেন্দ্র সেন্টমার্টিন থেকে চোখ ফিরিয়ে নেয় মিয়ানমারের দিকে। বাংলাদেশকে বাঁয়ে রেখে ঘূর্ণিঝড় আঘাত হানে মিয়ানমারে।

ঘূর্ণিঝড় মোখাকে ঘিরে যুগান্তরের প্রথম পাতার খবর, “চার কারণে মোখার আঘাত মিয়ানমারে”। প্রতিবেদনে বলা হচ্ছে, দেশ-বিদেশের বিভিন্ন মডেলে মোখার গতিপথ দেখানো হয়েছিল সেন্টমার্টিনের হয়ে বাংলাদেশ-মিয়ানমারের সীমানা নির্ধারক নদী নাফ।

মূলত চার কারণে সেন্টমার্টিনেরও অন্তত ১০০ কিলোমিটার দক্ষিণ দিক দিয়ে মিয়ানমারে চলে যায়।

কারণগুলো হচ্ছে-পশ্চিমা বায়ুপ্রবাহ, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বমুখী (আকাশ) বায়ুর চাপ এবং ‘সাইক্লোন হিট পটেনশিয়াল’। এগুলো বাংলাদেশের জন্য ইতিবাচক ছিল।

এ নিয়ে নয়াদিগন্তের ভিন্ন ধরণের শিরোনাম, “ভাটার টানেই রক্ষা”। আবহাওয়াবিদ মোস্তফা কামালকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র যখন টেকনাফের সেন্টমার্টিন ও মিয়ানমারের মংডু জেলা অতিক্রম করছিল ঠিক তখনই বঙ্গোপসাগরে ভাটার টান শুরু হয়।

মোখার ক্ষয়ক্ষতি নিয়ে ইত্তেফাকের প্রধান শিরোনাম “মোখার আঘাতে কক্সবাজারে ১০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত”। প্রতিবেদনে বলা হচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ’মোখা’র প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিন এবং উপকূলীয় টেকনাফ এলাকার।

সরকারি হিসাবেই কক্সবাজারে বিধ্বস্ত হয়েছে ১০ হাজারের বেশি ঘর-বাড়ি। উপড়ে গেছে কয়েক হাজার গাছপালা। সেন্টমার্টিনে ৮০ শতাংশ কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসময় সাগরের জলোচ্ছ্বাসে তলিয়ে যায় সেন্টমার্টিনের একাংশ। সেখানে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো উপড়ে পড়ে।

নিউ এইজের প্রথম পাতার খবর, “Load-shedding across Bangladesh sets record at 2,925MW”। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ই মে রাত ১২টায় ২,৯২৫ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রেকর্ড করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, যা লোডশেডিংয়ের নতুন রেকর্ড।

দেশটির মোট বিদ্যুৎ কেন্দ্রের ৬৪ শতাংশ আংশিক বা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।

দেশ রূপান্তরের প্রথম পাতার খবর, “আইএমএফের ইতিবাচক প্রস্তাব গ্রহণের নির্দেশ”। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন ঋণদানকারী সংস্থার দেওয়া সংস্কার প্রস্তাবের যেগুলো বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক, যাচাই-বাছাই করে সেগুলো গ্রহণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী অর্থবছরেই এসব সংস্কারের সবটা গ্রহণ না করে, পর্যায়ক্রমে পরের তিন অর্থবছরে গ্রহণ করতে বলেছেন তিনি।

কালের কণ্ঠের পেছনের পাতার খবর, “কালো টাকা সাদা করার সুবিধা স্থায়ী হতে পারে”। প্রতিবেদনে বলা হচ্ছে, নির্বাচনের আগে সব পক্ষকে খুশি রাখতে চায় সরকার।

এ জন্য প্রতিবছরের মতো এবারও অপ্রদর্শিত অর্থ সাদা করার ধারা বহাল রেখে অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাব করা হতে পারে। বেশি সম্পদ থাকলে নিয়মিত করের বাইরে সারচার্জ দিতে হয়।

আগামী বাজেটে ধনীদের সম্পদে সারচার্জ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর, “Don’t increase tax burden on ordinary people”। প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন অর্থবছরে রাজস্ব আদায় ১৬ শতাংশ বাড়ানোর লক্ষ্য অর্জন করতে গিয়ে সাধারণ মানুষের ওপর করের বোঝা না বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বণিক বার্তার প্রথম শিরোনাম “অননুমোদিত পরিবহন চলাচলে এশিয়ায় শীর্ষে খুলনা ও ঢাকা”। প্রতিবেদনে বলা হচ্ছে, খুলনা শহরে যত যানবাহন চলে তার ৫৮ শতাংশেরই কর্তৃপক্ষের অনুমোদন নেই। আর ঢাকায় অননুমোদিত পরিবহনের পরিমাণ ৫৪ শতাংশ।

প্রথম আলোর পেছনের পাতার খবর, “৭ প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত”। প্রতিবেদনে বলা হচ্ছে, দোলনচাঁপা ফুলের গাছ হয়তো অনেকেই দেখে থাকবেন।

কিন্তু ফিতেচাঁপা নামে যে দেশে এক প্রজাতির ফুলগাছ ছিল তা খুব বেশি মানুষের জানা নেই। কারণ উদ্ভিদের ওই প্রজাতিকে বিলুপ্ত ঘোষণা করেছে বন বিভাগ। মানে এটি গত একশ বছরের মধ্যে দেশের আর কোথাও দেখা যায়নি।

বিলুপ্তির তালিকায় যুক্ত হয়েছে আরও ছয় প্রজাতি, আর মহাবিপন্ন অবস্থায় রয়েছে পাঁচ প্রজাতির উদ্ভিদ।

অন্যান্য খবর
সমকালের পেছনের পাতার খবর, “বিএনপিতে আবারও গ্রেপ্তার আতঙ্ক”। প্রতিবেদনে বলা হচ্ছে, রাজধানীসহ সারাদেশে ফের গ্রেপ্তার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে নতুন মামলায় আসামি করা হচ্ছে তাঁদের, একই সঙ্গে গ্রেপ্তার হচ্ছেন তারা।

কোথাও কোথাও পুরোনো মামলায় আটকের ঘটনা ঘটছে।

যুগান্তরের প্রথম পাতার খবর, “একটির বেশি স্বর্ণ বার আনলে বাজেয়াপ্ত”। প্রতিবেদনে বলা হচ্ছে, প্রবাসীকর্মী বা বিদেশফেরত যাত্রীরা একটির বেশি স্বর্ণের বার (১৫০ গ্রাম) দেশে নিয়ে এলে সেটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।

মূলত বৈধভাবে স্বর্ণ আমদানি উৎসাহিত করতে এবং রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখতে আগামী বাজেটে ব্যাগেজ রুলে এ সংশোধন আনা হচ্ছে।

বর্তমান ব্যাগেজ রুল অনুযায়ী, একজন ব্যক্তি বিদেশ থেকে আসার সময় ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার আনতে পারেন, এজন্য শুল্ক-কর দিতে হয় না।

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ নিয়ে ইত্তেফাকের খবর “নাটকীয় জয়ে সিরিজ বাংলাদেশের”। প্রতিবেদনে বলা হচ্ছে, মুস্তাফিজ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্তর বোলিং জাদুতে তৃতীয় ম্যাচেও নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ।

হাতের মুঠো গলে প্রায় বেরিয়ে যাওয়া ম্যাচ জিতেছে পাঁচ রানে। বাংরাদেশের ২৭৪ রানের জবাবে আয়ারল্যান্ড ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে ২৬৯ রান। দারুন এই জয়ে তিন ম্যাচের সিরিজটাও বাংলাদেশ জিতে নিয়েছে ২-০ ব্যবধানে।

নিউ এইজের প্রথম পাতার খবর, “Why Hindu women rights won’t be ensured: HC”। প্রতিবেদনে বলা হচ্ছে, হিন্দু নারীদের অধিকার হরন সংক্রান্ত সমস্যা সমাধানে কেন কোন নির্দেশ দেওয়া হবে না সে বিষয়ে সরকারকে চার সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছে হাইকোর্ট।

হিন্দু নারীরা বিবাহবিচ্ছেদ, বিবাহ নিবন্ধন, সন্তানের অভিভাবকত্ব, দত্তক নেয়া, সম্পত্তিতে সমান উত্তরাধিকার এবং হিন্দু বিবাহ নিবন্ধন আইন ২০১২ বাতিলের অধিকার দাবি করে।

হিন্দু বিবাহ আইনে বিয়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, ধর্ম সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাজারদর নিয়ে বণিক বার্তার পেছনের পাতার খবর, “এক মাসে পেঁয়াজের দাম দ্বিগুণ, ফের আমদানির কথা ভাবছে সরকার”। খবরে বলা হয়েছে, উৎপাদন মৌসুমে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গত মার্চের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে পেঁয়াজ আমদানি।

শুরুর দিকে দাম নিয়ন্ত্রণে থাকলেও এক মাসের ব্যবধানে দেশের বাজারে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। ফলে আবারো পেঁয়াজ আমদানির অনুমতি দেয়ার কথা ভাবছে সরকার। চাহিদার চেয়ে দেশে উৎপাদন বেশি হলেও অব্যবস্থাপনার কারণে ভোক্তারা এর সুফল পাচ্ছেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। এক মাস আগে বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০-৪০ টাকায়।

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে নয়াদিগন্তের খবর, “আমরা অনেক এগিয়ে : এরদোগান”। প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এরদোয়ান বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক এগিয়ে রয়েছেন।

তবে প্রথম রাউন্ডেই তার বিজয় নিশ্চিত হওয়ার ব্যাপারে তিনি এখনো দ্বিধায় রয়েছেন। নির্বাচনের আগে বিশ্লেষকেরা বলছিলেন যে এরদোগান তার পুরো ক্যারিয়ারে এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তারা এখন বলছেন, এরদোগান অনেক ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয় রাউন্ডের ভোট অনিবার্য।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *