Connecting You with the Truth

বিমলা ফাউন্ডেশনের উদ্যোগে সিটি মেয়রের ত্রাণ বিতরণ

চট্টগ্রাম -১৮ এপ্রিল-২০২০ খ্রি.

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারিতে রূপ নিয়েছে। এ অবস্থায় প্রত্যেকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এতেই সংক্রমণ থেকে বাঁচা সম্ভব। আজ শনিবার সকালে পাথরঘাটা বিমলা ফাউন্ডেশনের উদ্যোগে ২ শত ৫০ পঞ্চাশ অ¯^চ্ছল পরিবারের মাঝে ভোগ্যপণ্য বিতরণকালে মেয়র এই কথা বলেন। তিনি বলেন সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতার পাশাপাশি তা শূন্যের কোটায় না আসা পর্যন্ত সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানরা কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে থাকলে একজন মানুষও না খেয়ে থাকবে না।

এ সময় মেয়র সবাইকে আতঙ্কিত না হয়ে ঘরে অবস্থান করার আহ্বান জানান। তিনি বলেন করোনা পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত তার সহযোগিতা অব্যাহত থাকবে।এসময় বিমলা ফাউন্ডেশনের চেয়রাম্যান গোপাল দাশ টিপু,৩৪ নং পাথরঘাটা ওর্য়াড আওয়ামী লীগের আহবায়ক আবু আফসার চৌধুরী, সাবেক কাউন্সিলর জালাল উদ্দিন ইকবাল, ফজলে এলাহি বাবুল,সুভাষ দাশ রুপন,রানা দাশ,মিন্টু দাশ,রনি দাশ,তুষার দাশ উপস্থিত ছিলেন।

Comments
Loading...