বিমান বিধ্বস্তের খবর দিল বেঁচে যাওয়া সাত বছরের শিশু
যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যে সাত বছরের এক মেয়ে একটি বাড়িতে গিয়ে তাকে বহনকারী বিমান বিধ্বস্তের খবর দিয়েছে। পুলিশ জানিয়েছে, পরে মৃত তিন আরোহী ও পাইলটসহ বিধ্বস্ত অবস্থায় বিমানটির সন্ধান পাওয়া গেছে। বিবিসি বলছে, বালিকাকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেশটির কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন জানিয়েছে, পাইপার পিএ-৩৪ মডেলের বিমানটির পাইলট ইঞ্জিনে সমস্যার কথা জানানোর পর এর সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলার্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রায় ৩০ মিনিট পর লিওন কাউন্টির একজন অধিবাসী পুলিশকে ওই বালিকার কথা জানান, যে বিমান বিধ্বস্তের খবর দিয়েছিল। কেনটাকির পুলিশ কর্মকর্তা ডেন পেটারসন বলেন, “বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে মেয়েটি নিজেই বের হয়ে এসে সবচে কাছের বাড়িতে গিয়ে দুর্ঘটনার খবর জানিয়েছে। তার বেঁচে যাওয়া অলৌকিক। একইসঙ্গে ঘটনাটি মর্মান্তিক কারণ বাকি চারজন বেঁচে নেই।” পেটারসন জানান, বিমানটি ইলিনোয়িস থেকে ফ্লোরিডার উদ্দেশে যাচ্ছিল। কিন্তু যাত্রাপথে একটি লেকের কাছে এটি বিধ্বস্ত হয়। তবে বিমানের আরোহীদের সঙ্গে মেয়েটির সম্পর্ক তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।