Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিমান বিধ্বস্ত হয়ে লাদেনের মা ও বোন নিহত

Laden11438426307

আন্তর্জাতিক ডেস্ক : আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের পরিবারের একটি ব্যক্তিগত বিমান ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়ে এর চার আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ব্রিটেনের হ্যাম্পশায়ার পুলিশ সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন।

সৌদি আরবে নিবন্ধিত এমব্রেসার ফেনম ৩০০ মডেলের বিমানটি শুক্রবার ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় নগরী হ্যাম্পশেয়ারের ব্ল্যাকবুশ বিমানবন্দরে অবতরণের সময়ে বিধ্বস্ত হয়।

এতে বিমানের চার আরোহীর সবাই নিহত হয়। নিহতদের মধ্যে ওসামা বিন লাদেনের সৎ মা ও বোন এবং বিমানের জর্দানের পাইলটও রয়েছেন। চতুর্থ আরোহীর পরিচয় এখনো জানা যায়নি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.