বিরামপুর সীমান্তে ফেন্সিডিল সহ আটক-১
শাহ্ আলম মন্ডল, বিরামপুরঃ দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় ফেন্সিডিল সহ রব্বানী হোসেন (২০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার ঘাসুড়িয়া কোচ গ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে। আটক রব্বানী হোসেন পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার ডেবখন্ডা গ্রামের আব্দুল হামিদের ছেলে।
বিজিবি ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ২৮৯ সাব পিলার ১০ এস এর কাছে বিজিবি ওঁত পেতে থাকে। এসময়, এক দল ফেন্সিডিল ব্যবসায়ীকে ধাওয়া করে সীমান্তের ৪শ গজ বাংলাদেশের অভ্যান্তরে রব্বানী হোসেনকে আটক করে বিজিবি। পরে তার দেহ তল্লাশী করে শরীরে বাঁধা আবস্থায় ৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কোরবান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।