Connecting You with the Truth

বিশিষ্ট সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূর-উল ইসলামের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

দেশের বিশিষ্ট সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূর-উল ইসলামের মৃত্যুতে আজ রাষ্ট্রপতি এম আবদুল হামিদ শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায়, রাষ্ট্রপতি নূর-উল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার সাথে সাহিত্যে নূর-উল ইসলামের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘তার মৃত্যুতে দেশের সাহিত্য অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো।’ আবদুল হামিদ তার রুহের মাগফিরাত কামনা করেন।

অধ্যাপক মুস্তাফা নূর-উল ইসলাম গতরাতে নগরীতে তার বাসভবনে বার্ধক্যজনিত জটিলতায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।

তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী, শিক্ষার্থী ও অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

এ শিক্ষাবিদ ২০১১ সালে বাংলাদেশের জাতীয় অধ্যাপকের উপাধি পান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্বদ্যিালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন।

অধ্যাপক নূর-উল ইসলাম ১৯৮১ সালে একুশে পদক এবং ২০১০ সালে স্বাধীনতা দিবস পুরস্কার পান।

Comments
Loading...