বিশ্বকাপের সফলতায় পেকারম্যানের চুক্তি নবায়ন
স্পোর্টস ডেস্ক:
কলম্বিয়ার জাতীয় দলের সাথে আরো চার বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন কোচ হোসে পেকারম্যান। নতুন চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত কলম্বিয়ার সাথে থাকবেন বিশ্বকাপের অন্যতম সফল এই কোচ। কলম্বিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে ৬৪ বছর বয়সী এই আর্জেন্টাইনের সাথে বিশ্বকাপের সফলতার পরেই চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেয়া
হয়েছে। পেকারম্যানের অধীনে কলম্বিয়া বিশ^কাপে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি এই সাফল্যে পেকারম্যানের ভূয়ষী প্রশংসা করে তাকে দলে রেখে দেবার সিদ্ধান্ত নেয়। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিলেও তাদের তারকা স্ট্রাইকার হামেস রদ্রিগেজ সর্বোচ্চ ছয় গোল করে গোল্ডেন বুট পুরস্কার জিতে নেন। এরপরই তার সাথে চুক্তি সম্পন্ন করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।