Connecting You with the Truth

বিশ্বকাপে বল করা হচ্ছে না হাফিজের!

স্পোর্টস ডেস্ক:s-2
চেন্নাইতে বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বোলিং করা হচ্ছে না পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ফলে, বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই দলে থাকছেন তিনি। এর আগে চেন্নাইয়ের রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) অনুমোদিত বোলিং অ্যাকশন পরীক্ষাকেন্দ্রে যান হাফিজ। সেখানে মোট ১১টি বোলিং ডেলিভারির ছয়টিই ১৫ ডিগ্রীর বেশি হাত বাঁকিয়েছেন হাফিজ। এর মধ্যে আবার দুইটি বল ১৭ ডিগ্রী এবং ১৯ ডিগ্রী পর্যন্ত বাঁকিয়েছে। আর সঠিক পাঁচটি বল রাউন্ড দ্য উইকেটে করেন হাফিজ। গত বছরে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে লাহোর লায়ন্সের হয়ে খেলার সময় প্রথম হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। উল্লেখ্য, মোহাম্মদ হাফিজ পাকিস্তানের দ্বিতীয় স্পিনার যিনি কিনা অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ রয়েছেন। অন্যজন হলেন সাঈদ আজমল।

Comments
Loading...