Connecting You with the Truth

বিশ্বকাপে সুপার ওভার

স্পোর্টস ডেস্ক:s-5

২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে সুপার ওভার চালুর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এছাড়া ২০১৬ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এবং ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্ব বাংলাদেশে হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ২০১৮ সালের বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে বাংলাদেশে। চলতি বোর্ড সভায় আসন্ন বিশ্বকাপে ম্যাচ নি®পত্তির ক্ষেত্রে ‘সুপার ওভার’ ব্যবহারের পক্ষেও রাজি হয়েছেন কর্মকর্তারা। সভায় আইসিসির বিভিন্ন ইভেন্টের ভেন্যু ও সূচিরও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্ব টি-টোয়েন্টির বাছাইপর্ব ২০১৫ আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে (৬ থেকে ২৬ জুলাই, ২০১৫), অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশে (২২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি ২০১৬), বিশ্ব টি-টোয়েন্টি ২০১৬ সালে ভারতে (১১ মার্চ থেকে ৩ এপ্রিল, ২০১৬), চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ডে (১ থেকে জুন ১৯, ২০১৭) এবং বিশ্বকাপের বাছাই পর্ব হবে বাংলাদেশে (১ মার্চ থেকে ৪ এপ্রিল,২০১৮)।

Comments
Loading...