Connecting You with the Truth

বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৮০ কোটি!

facebook

অনলাইন ডেস্ক: বিশ্বে প্রতি মাসে ১৮০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। বৃহস্পতিবার এমন তথ্য প্রকাশ করে ফেসবুক। ব্যবহারকারীদের বেশিরভাগই মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করেন। এর সংখ্যা প্রায় ১০০ কোটি।
এক বিবৃতিতে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, আমরা ফেসবুকে ভিডিও টেকনোলজি আরো উন্নত করার চেষ্টা করছি।
গত সেপ্টেম্বরে ১৭৯ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেছে যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। আর মোবাইলে এর সংখ্যা ১০০ কোটিরও বেশি যা গত বছরের তুলনায় ২২ শতাংশ বেশি।
ফেসবুকের ছবি শেয়ার করার মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুক ম্যাসেঞ্জারের সঙ্গে অবশ্য প্রতিযোগিতায় নেমেছে স্ন্যাপচ্যাট। বিজ্ঞাপন দাতাদের আকৃষ্ট করছে তারাও।

Comments
Loading...