বিয়ের পর বিরতিহীনভাবে কাজ করছেন সোহা
বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহা আলী খানগত ২৫ জানুয়ারি দীর্ঘ দিনের প্রেমিক কুনাল খেমুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এই অভিনেত্রী জানান, তিনি বিয়ের পর কোন বিরতি নিচ্ছেন না এবং বিয়ের পরেও সিনেমার কাজ আগের মতই চালিয়ে যাবেন। সোহা আলী খান এক প্রমোশনাল ইভেন্টে অংশ নিলে সেখানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সোহা বলেন, আপনারা অবশ্যই আমাকে সিনেমা করতে দেখবেন। আমার নতুন সিনেমা ‘অক্টোবর থার্টি ফার্স্ট’ এর কাজ কিছুদিন পিছিয়েছে। সোহা আরো বলেন, তিনি কিছুদিনের মধ্যেই ‘ঘায়েল ওয়ান্স এগেন’ সিনেমার কাজ শুরু করবেন। এই সিনেমায় তিনি সানি দেওলের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন। তিনি প্রথমবারের মতো সানির বিপরীতে কাজের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত। এছাড়া তিনি তার স্বামী কুনাল খেমুর সঙ্গে সিনেমায় অভিনয় করার আগ্রহও প্রকাশ করেন।