Connecting You with the Truth

বুসান চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে আমন্ত্রিত ফারুকী

%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%95%e0%a7%80বিনোদন ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য বুসান চলচ্চিত্র উৎসবের ২১তম আসরের বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। পুরস্কারের জন্য দুটি পৃথক ছবি নির্বাচন করার দায়িত্ব পালন করবেন তিনি।
উৎসবের ওয়েবসাইটে এ বিষয়ে একটি আর্টিক্যাল প্রকাশ করা হয়েছে। যেখানে লেখা রয়েছে, সেরা এশীয় ও কোরিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন করার দায়িত্বে থাকছেন ফারুকী।
তার সঙ্গে আরও থাকবেন মিউনিখ উৎসবের প্রোগ্রামার বার্নহার্ড কার্ল ও কোরিয়ান চলচ্চিত্র সমালোচক নাম দা ইউন। বাংলাদেশ থেকে এবারই প্রথম কোনো চলচ্চিত্র পরিচালক আর্ন্তজাতিক এ উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ”প্রথম বাংলাদেশী হিসেবে বুসান উৎসবে বিচারকের আসনে বসবো, এটা আমার জন্য সত্যি গৌরবের। আরও একটি বিষয়ে আমি উচ্ছ্বসিত। আগামীতে কী ধরনের চলচ্চিত্র দর্শকরা দেখতে পছন্দ করবেন কিংবা প্রবণতা থাকবে তা স্বল্পদৈর্ঘ্য ছবির বিভাগগুলোতে আবিষ্কারের সুযোগ পাব।”

Comments
Loading...