বৃষ্টির বাধায় ঢাকা টেস্টের তৃতীয় দিন পরিত্যক্ত
বৃষ্টির দাপটে শেষ পর্যন্ত ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর আগে দুপুর সোয়া ২টায় খেলা শুরুর ঘোষণা দিয়েছিলেন ম্যাচ রেফারি। কিন্তু তার আগেই আবারো বৃষ্টি শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়া ভাল থাকলে রবিবার সকাল সোয়া নয়টায় মিরপুরে শুরু হবে চতুর্থ দিনের খেলা।
শনিবার বৃষ্টি থামার পর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর সোয়া ২টায় খেলা শুরুর কথা ছিল। কিন্তু ফের বৃষ্টির বাগড়ায় খেলা বাতিল করতে বাধ্য হন ম্যাচ রেফারি।
বাংলাদেশেরপত্র/এডি/এ