Connecting You with the Truth

বৃষ্টি যন্ত্রনায় চতুর্থ দিনেও আগেভাগে লাঞ্চ; বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১১ রান

bd-test-12pm--23343

নিজস্ব প্রতিনিধি:  ফতুল্লা টেস্টের চতুর্থ দিনেও মুখ গোমরা করেছে আকাশ। তাই আগেভাগেই লাঞ্চে বাংলাদেশ-ভারতের খেলোয়াড়রা। বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগ পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিলো ৩ উইকেটে ১১১ রান। এখনো ৩৫১ রানে পিছিয়ে টাইগাররা। চতুর্থ দিনের খেলা শুরুর আগেই নিজেদের প্রথম ইনিংস ঘোষনা করে ভারত। তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৬২ রান করা স্কোরেই ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া। ফলে চতুর্থ দিন সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় নিজেদের ইনিংস শুরু করে বাংলাদেশ।

তবে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ২৭ রানে ওপেনার তামিম ইকবাল ব্যক্তিগত ১৯ রানে আউট হলে প্রথম উইকেট হারায় টাইগাররা। উইকেটটি নিয়েছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এরপর অবশ্য দলের রানের পালে হাওয়া যুগিয়েছেন আরেক ওপেনার ইমরুল কায়েস ও মোমিনুল হক। দ্বিতীয় উইকেটে এই জুটি দলের স্কোর শতরানের কোটা অতিক্রমও করিয়ে ফেলেন। এরমধ্যে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ পান ইমরুল।

তবে এই জুটিকে ৮১ রানের বেশি করতে দেননি দু’বছরেরও বেশি সময় পর টেস্ট দলে ফেরা স্পিনার হরভজন সিং। দুর্দান্ত ব্যাট করতে থাকা মোমিনুল ৩০ রান করে হরভজনের শিকার হন। তখন দলের স্কোর ১০৮ রান। মোমিনুলের বিদায়ে ক্রিজে আসার সুযোগ হয় অধিনায়ক মুশফিকুর রহিমের। তবে বেশিক্ষণ ক্রিজ আগলে থাকতে পারেননি তিনি। অশ্বিনের দ্বিতীয় শিকার হবার আগে মাত্র ২ রান করেন মুশফিকুর। এরপর ইমরুলের সঙ্গী হন সাকিব। এই দু’জন আট বল মোকাবেলার পরই মুখ গোমরা করে বসে আকাশ। তারপরই মুষলধারার বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। তাতে আগেভাগেই লাঞ্চের ডাক দেন ম্যাচের আম্পায়াররা। এসময় ইমরুল ৫৯ ও সাকিব শুন্য রানে অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর : (চতুর্থ দিন লাঞ্চ বিরতি পর্যন্ত):
ভারত প্রথম ইনিংস : ৪৬২/৬ (ডি.), ১০৩.৩ ওভার (শিখর ধাওয়ান ১৭৩, মুরালি বিজয় ১৫০, আজিঙ্কা রাহানে ৯৮, সাকিব আল হাসান ৪/১০৫, জুবায়ের হোসেন ২/১১৩)।
বাংলাদেশ প্রথম ইনিংস : ১১১/৩, ৩০.১ ওভার (ইমরুল কায়েস ৫৯*, মোমিনুল হক ৩০, তামিম ইকবাল ১৯, মুশফিকুর রহিম ২, সাকিব আল হাসান ০*)

Comments
Loading...