বেতন-বোনাস পরিশোধ মনিটরিং করছে বিজিএমইএ
ঈদের আগে যথাসময়ে পোশাক কারখানাগুলো শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করছে কি না, তা দেখভাল করার জন্য একটি মনিটরিং কমিটি গঠন করেছে তৈরি পোশাক প্রস্তত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। কারখানা মালিকদের ১০ জুলাইয়ের মধ্যে বেতন এবং ১৪ জুলাইয়ের মধ্যে বোনাস পরিশোধে বাধ্যসহ যেকোনো শ্রমিক অসন্তোষ ঠেকাতে কাজ করবে এই কমিটি।
সাতটি অঞ্চলে ভাগ করা এসব কমিটির আহ্বায়ক হিসেবে বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) রিয়াজ-বিন-মাহমুদ দায়িত্বে রয়েছেন। এ ছাড়া কারখানাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বিজিএমইএ’র কর্মকর্তাদের নিয়ে একটি ক্রাইসিস কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিভিন্ন শিফটে এসব কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, এ মনিটরিংয়ে মোট ১৫টি টিম কাজ করবে। মনিটরিংয়ের অন্তর্ভুক্ত এলাকাগুলো হচ্ছে- ঢাকার রামপুরা, খিলগাঁও, সবুজবাগ, মতিঝিল, পল্টন, লালবাগ, ধানমন্ডি, শাহবাগ, নিউমার্কেট, মোহম্মদপুর, আদাবর, মিরপুর-১, দারুসসালাম, পল্লবী, কাফরুল, আগারগাঁও, ভাষানটেক, ক্যান্টম্যান্ট, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, ফার্মগেট ও ইন্দিরা রোড, শ্যামপুর, ডেমরা, পোস্তগোলা, সূত্রাপুর, কদমতলী, গুলশান, বনানী, বাড্ডা, ভাটেরা থানা, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, খিলক্ষেত, এয়ারপোর্ট, আশুলিয়া, গনকবাড়ী ইপিজেড, জিরানী বাজার, সাভার, নবীনগর, টঙ্গী, সাতাইশ রোড, বোর্ডবাজার, ভোগড়া, গাজীপুর চৌরাস্তা ও সদর, গাজীপুর চৌরাস্তা টু কোনাবাড়ী, কামিমপুর, সফিপুর, কারিয়াকৈর, টাঙ্গাইল, ময়মনসিংহের ভালুকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা।