Connecting You with the Truth

বেনাপোলে কাভার্ট ভ্যান চাপায় শিশু নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে কাভার্ট ভ্যান চাপায় পিষ্ট হয়ে আনিকা খাতুন(০৮) নামে এক শিশু নিহত হয়েছে। তবে এঘটনায় ঘাতক কাভার্ট ভ্যান কিংবা চালক কাউকে পুলিশ আটক করতে পারেনি। মঙ্গলবার দুপুর ২ টায় বেনাপোল-যশোর মহাসড়কের শ্যামলাগাছি নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে।সে বেনাপোলের কাগজপুকুর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।

পুলিশ জানায়, ওই শিশুটি তার মায়ের সাথে শামলাগাছি আত্মীয়ের বাসায় বেড়াতে যায়। পরে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি নামক স্থানে নেমে রাস্তা পার হচ্ছিল। এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ট ভ্যান তাকে চাপা দিলে ঘটনা স্থলে শিশুটি মারা যায়।নাভরণ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক(এসআই) বুলবুল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক কাভার্ট ভ্যান ও চালককে আটকের চেষ্ঠা চলছে। নিহত শিশুটিকে তার স্বজনদের কাছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...