Connecting You with the Truth

বেনাপোল গয়ড়া মাদ্রাসা ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ফলাফলে শীর্ষে

কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল গয়ড়া মাদ্রাসা ২০১৫ শিক্ষাবর্ষে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী সাফল্যের সাথে পাশ করেছে। গোটা উপজেলায় মোট ৭৩৯ শিক্ষার্থী ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় পাশ করেছে। তার মধ্যে এ প্লাস পেয়েছে ৭ জন । এর মধ্যে বেনাপোল গয়ড়া মাদ্রাসায় এ প্লাস প্রাপ্ত দুই এতিম শিক্ষার্থী সাগরিকা খাতুন ও রহিমা খাতুন। ১৫ শিক্ষার্থীর সকলেই ভাল ফলাফল করে ৬ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে।শার্শা উপজেলার মধ্যে প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থান প্রথম। প্রতিষ্ঠানটির নজরকাড়া এই সাফল্যের জন্য খুশি অভিভাবক ও সুধিবৃন্দরা।

প্রতিষ্ঠানের সুপার মাওলানা আব্দুল কাদের জানান, এবারের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ১৫ শিক্ষার্থী অংশ গ্রহন করে সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। সাফল্য অর্জিত হয়েছে শতভাগ।এ প্লাস পেয়েছে দুইজন এতিম শিক্ষার্থী। বাকীরা সকলে এ গ্রেড নিয়ে কৃতিত্বের সাথে উত্তিীর্ণ হয়েছে। তিনি আর ও জানান,উপজেলায় মোট ৬ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হবে। আশা করা যায়,এতিম শিক্ষার্থী সাগরিকা ও রহিমা বৃত্তি লাভ করবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফুর বলেন,শিক্ষকদের এবং কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিবছর ফলাফল ভাল হচ্ছে।বিগত বছরে গোল্ডেন প্লাস ও অধিকার করেছে এই প্রতিষ্ঠান।সরকার সু-দৃষ্টি দিলে মাদ্রাসার ফলাফল আর ও বেগবান হবে বলে তিনি জানান।

Comments
Loading...