Connecting You with the Truth

বেনাপোল বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

নওগাঁয়-ইয়াবা-ট্যাবলেটসহ-আটক-১কামাল হোসেন, বেনাপোল: যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ বেনাপোল যশোর সড়কে অবস্থিত আমড়াখালি চেকপোষ্টের বিজিবি সদস্যরা বৃহস্পতিবার সকালে একটি লোকাল বাস তল্লাশী করে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তরিকুল ইসলাম(৩৮)নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে।সে শার্শা কাজিরবের গ্রামের আফসার আলীর ছেলে।
আমড়াখালি চেকপোষ্টে কমান্ডার সুবেদার আব্দুল হামিদ জানান, গোপন সংবাদে জানতে পারি বেনাপোল থেকে ছেড়ে আসা একটি লোকাল বাসে এক মাদক ব্যবসায়ি বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট ব্যাগে নিয়ে গাড়ির সিটে বসা আসে। পরে গাড়ি টি আমড়াখালি চেকে পৌছালে বিজিবি গোয়েন্দা বিআইপির নায়েক মিজানুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশি চালিয়ে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ি তরিকুল ইসলাম কে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Comments
Loading...