Connecting You with the Truth

বেনাপোল সীমান্তে ভারতে পাচার কালে সুপারী উদ্ধার

supari
কামাল হোসেন,বেনাপোল: ২১বিজিবি পুটখালী ক্যাম্পের সদস্যরা অাজ মঙ্গলবার ভোরে সীমান্তের বটতলা নামক স্থান থেকে বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় ৭০০ কেজি সুপারী উদ্ধার করেছে।এসময় পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

বিজিবি পুটখালী ক্যাম্পে সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাংলাদেশ থেকে বিপুল পরিমানের একটি সুপারীর চালান ভারতে প্রবেশ করবে। এমন সংবাদে মঙ্গলবার ভোরে বিজিবির একটি টহল দল সীমান্তের বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে ১৪ বস্তার ভিতর থাকা ৭শ কেজি সুপারী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ৩ লক্ষ টাকা সিজার দেখিয়ে বেনাপোল কাস্টম হাউসে জমা দিয়েছে বিজিবি। বিডিপত্র/আমিরুল

Comments
Loading...