Connecting You with the Truth

বেরোবি’তে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষি: প্রথমদিনে দুই ভূয়া পরীক্ষার্থীর কারাদন্ড

DSCN5114তপন কুমার রায়, বেরোবি প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টায় কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং বিকাল সাড়ে তিনটায় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফজুর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মতিউর রহমান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোর্শেদ উল আলম রনি তাঁর সঙ্গে ছিলেন। পরিদর্শনকালে উপাচার্য বলেন, দীর্ঘদিন পরে হলেও উৎসবমূখর পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হওয়ায় আমি আনন্দিত। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিক নির্দেশনা প্রদানের জন্য তিন জন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে তিনটি মোবাইল কোর্ট (ভ্রাম্যমান আদালত) পরিচালিত হচ্ছে। আশা কারি, পরীক্ষায় কোন ধরণের অপ্রীতকর পরিস্থিতি সৃষ্টি হবে না।

দেরিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য আরো বলেন, ভর্তি পরীক্ষা দেরিতে হচ্ছে এটা ঠিক, তবে অতিরিক্ত ক্লাস নিয়ে সেশনজট মুক্ত রাখা হবে। এ বিষয়ে আমি শিক্ষক সমিতির সাথে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবো।

বুধবার সকাল সাড়ে নয়টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং বিকাল সাড়ে তিনটায় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ভেন্যুসহ নগরীর মোট ২০টি ভেন্যুতে (শিক্ষা প্রতিষ্ঠানে) এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীর আসন বিন্যাসসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.admission2014.brur.ac.bd) পাওয়া যাবে।

এবছর ভর্তি পরীক্ষায় ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে মোট ১১শ’ ৯৫ টি আসনের বিপরিতে মোট ৯০ হাজার ৪০২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।  এদিকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে প্রক্সি পরীক্ষা দিতে এসে দুইজনের কারাদন্ড হয়েছে। কারাদন্ডপ্রাপ্তরা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের ছাত্র মোঃ হাবিবুর রহমান। তাকে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এক বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মোজাম্মেল হকের পুত্র মাহফুজ ইসলামের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভেন্যুতে প্রক্সি পরীক্ষা দিতে এসে কক্ষ পরিদর্শকের হাতে ধরা পরে। পরে ভর্তি পরীক্ষা উপলক্ষে চলমান ভ্রাম্যমান আদালত এ রায় দেন।
অপরদিকে একই ইউনিটে প্রক্সি পরীক্ষা দিতে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের ছাত্র আরিফুল ইসলাম কক্ষ পরিদর্শকের হাতে ধরাপরে। সে লাবিব নামে এক জনের হয়ে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় ভেন্যুতে প্রক্সি দিতে এসেছিলো। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৫ দিনের কারাদন্ড দেন।

Comments