Connecting You with the Truth

বেরোবিতে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন এর স্বরণ সভা অনুষ্ঠিত

ওমর ফারুক,বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মফস্বল সাংবাদিকতার পথিকৃত ও সাংবাদিকতার ইতিহাসে স্বরণীয় নাম মোনাজাত উদ্দিন এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক স্মরণনভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বেলা ১১ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নুর ইসলাম সংগ্রাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, নব নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি এবং প্রথম আলোর বিশিষ্ট কলামিস্ট ড. আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: নজরুল ইসলাম ও জনসংযোগ দপ্তরের অফিসার মোহাম্মদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি তপন কুমার রায়, সহ-সভাপতি এইচ. এম নুর আলম, , যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ইভান চৌধুরি, প্রচার সম্পাদক মোবাশ্বের আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
সভায় মোনাজাত উদ্দিন স্মরণে প্রবন্ধ উপস্থাপণ করেন সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক মোবাশ্বের আহমেদ।আলোচনা সভা শেষে সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য বেরোবিসাস এর পক্ষ থেকে প্রতি বছর মোনাজাত উদ্দিনের জন্মবার্ষিকীতে ‘চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন স্মৃতিপদক’ পুরষ্কার দেওয়ার ঘোষণা প্রদান করা হয়।
স্মরণ সভায় বক্তারা চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের সাংবাদিকতাসহ অন্যান্য বিষয়ে সংগ্রামী ইতিহাস তুলে ধরেন।
উল্লেখ্য যে,তিনি ১৯৪৫ সালের ১৮ জানুয়ারি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মরনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর পিতার নাম মো: আলিমউদ্দিন এবং মাতার নাম মতি জাননেছা।তিনি বিভিন্ন পত্রিকায় দীর্ঘ ২০ বছর ধরে কাজ করেছিলেন। বিভিন্ন পেশায় থাকলেও একমাত্র সাংবাদিকতা পেশা হিসেবে মানুষের কষ্ট, দু:খ তুলে ধরেছেন স্পষ্টভাবে।অসুস্থ শরীর নিয়ে গাইবান্ধার শেরেবাংলা নামক জায়গায় যাত্রাপথেই ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

Comments
Loading...