বেরোবি’র সাবেক ভিসির দুর্নীতির প্রতিবেদন আগামী সপ্তাহে
বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এ.এ জলিল মিয়ার বিরুদ্ধে দুদকের মামলার প্রতিবেদন আগামী সপ্তাহ নাগাদ দেয়া হচ্ছে। ঢাকা থেকে প্রতিবেদন অনুমোদন হয়ে আসলে দেয়া হবে চার্জশিট। আজ সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই তথ্য জানান রংপুর দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মোজাহার আলী সরদার।
তিনি আরো বলেন, গত একমাসে রংপুর থেকে দুইজন সাব রেজিস্ট্রার, একজন ব্যাংক রেজিস্ট্রার, একজন পিআইওকে গ্রেফতার করা হয়েছে।
রংপুর আরডিআরএস মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোজাম্মেল হক, সেক্রেটারী আকবর হোসেন প্রমূখ। পরে জেলা দুর্নীতি প্রতিরোধে সমন্বয় কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।