বেলকুচিতে ভটভটি খাদে পড়ে নিহত ১, আহত ২০
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর কবরস্থানের কাছে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি খাদে পড়ে চিন্তা রানী সরকার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বেলকুচি-উল্লাপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এদের সবার বাড়ি শোলাকুড়া গ্রামে।
স্থানীয়রা জানান, উপজেলার মৌপুর এলাকায় বরপক্ষের বৌভাত অনুষ্ঠান শেষে কনেপক্ষের প্রায় ২৫ জন ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে কল্যাণপুর কবরস্থানের কাছে এলে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চিন্তা রানীর মৃত্যু হয়। এসময় আহত হন আরো অন্তত ২০ জন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।