বেড়ায় মেধাবীদের মাঝে বৃত্তি প্রদান
বেড়া প্রতিনিধি, পাবনা:
পাবনার বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ১৯৮৮ ব্যাচ’ গতকাল (শনিবার, ১৩ সেপ্টেম্বর) বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে। এ উপলক্ষে বিদ্যালয়ে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। অনুষ্ঠানে বিদ্যালয়ের ২২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের পাশাপাশি আরও নয়জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। গত চার বছর ধরে ‘এসএসসি ১৯৮৮ ব্যাচ’ এভাবে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান করে আসছে।
বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন মো. আলাউদ্দিন, আজগর আলী, আব্দুল ওহাব, ইয়াকুব আলী, আব্দুল গফুর, আব্দুল কদ্দুস, নজমুল হাবিব, মীর শাহাদৎ হোসেন, রমজান আলী, হাজী আব্দুল বাতেন, আ স ম আব্দুর রব প্রমুখ।