Connecting You with the Truth

জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রস্তাবনায় শেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে সাংবাদিক সম্মেলন

শেরপুর প্রতিনিধি: জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি ও মাদকের কবল থেকে দেশ ও জাতিকে উদ্ধার করার ক্ষেত্রে সরকারের প্রতি হেযবুত তওহীদের প্রস্তাবনা। ২১ মে রোজ রবিবার শেরপুর সদরে নিউমাকের্ট সংলগ্ন হোটেল সম্রাট এর ২য় তলায় সকাল ১১ ঘটিকায় সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। উক্ত সম্মেলনে শেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শফিউল আলম সম্রাটের সভাপতিত্বে মূখ্যআলোচক হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির প্রকাশক ও সম্পাদক এস.এম.শামছুল হুদা।
উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ কেন্দ্রিয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মো: এনামুল হক বাপ্পা এ ছাড়া ও আর ও উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেট টিভিও দৈনিক ইনকিলাব পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি মো: মেরাজ উদ্দিন, শেরপুর জেলা আরটিভি ও দৈনিক নয়াদিগন্তর প্রতিনিধি মুগনিউর রহমান মনি, শেরপুর জেলা দৈনিক প্রথম আলোর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর জেলা যমুনা টিভিও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, শেরপুর জেলা দৈনিক দিনকাল প্রতিনিধি আবু হানিফ, শেরপুর জেলা বৈশাখী টিভির প্রতিনিধি বিপ্লব দে কেটু, শেরপুর জেলা মোহনাটিভি প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক তথ্যধারা প্রতিনিধি মো: আছাদুজ্জামান মোরাদ, শেরপুর জেলা মাইটিভি প্রতিনিধি তারেক আব্দুল্লাহ রানা, শ্রীবর্দী উপজেলা ইত্তেফাক প্রতিনিধি আব্দুল বাতেন, দৈনিক লোকলোকান্তার ও ডেইলি টাইম্স এবং নয়া দিগন্ত ঝিনাইগাতী প্রতিনিধি এম.খলিলুর রহমান, দৈনিক মানবজমিন ও তথ্যধারা নালিতাবাড়ি প্রতিনিধি মাহফুজুর রহমান সোহাগ, ঝিনাইগাতী উপজেলা আমাদের সময় ও ময়মনসিংহ প্রতিদিন প্রতিনিধি মো: মনির, শ্রীবর্দী উপজেলা মানবজমিন প্রতিনিধি মো: রুবেল,শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা দৈনিক বজ্রশক্তি পত্রিকার প্রতিনিধি মো: মোক্তার হোসেন মুক্তা প্রমূখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিডিপত্র/আমিরুল

Comments
Loading...