বোকো হারামের ১০ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর
নাইজেরিয়ার বোকো হারামের ১০ জঙ্গির ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাজধানী এনডিজামেনায় এর আগে ওই ১০ জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
চলতি বছর জুনে চাদে বোকো হারামের জোড়া হামলায় অন্তত ৩৮ জন নিহত হন। ওই হামলার এক মাসের মাথায় সন্ত্রাস দমনে আবারও মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনে নাইজেরিয়া।
কট্টরপন্থী ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠায় ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় সশস্ত্র লড়াই করছে বোকো হারাম। এদের দমনে নাইজেরিয়া সেনাবাহিনীকে সহযোগিতা করছে আফ্রিকান ইউনিয়ন, যে জোটে রয়েছে চাদের সেনাবাহিনীও।
বাংলাদেশেরপত্র/এডি/আর