Connecting You with the Truth

’বোঝে না সে বোঝে না’

b-3বিনোদন ডেস্ক
বেশ কয়েকমাস আগে ছবির কাজ শেষ হলেও, রাজনৈতিক অস্থিরতার কারণে মুক্তি দেয়া সম্ভব হয়নি মনতাজুর রহমান আকবর পরিচালিত ছবি ‘বোঝে না সে বোঝে না’। পরিচালক জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে আগামী ৮ই মে সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। কয়টি হলে মুক্তি পাবে তা এখনও ঠিক হয়নি। পরিচালক আকরব জানান, আগামী সপ্তাহের মধ্যে ছবিটির ট্রেলর প্রকাশ করা হবে। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। ছবিটি ত্রিভুজ প্রেমের একটি রোমান্টিক অ্যাকশন গল্প নিয়ে তৈরি হয়েছে। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে নবাগত নায়ক আকাশ খানকে রোমান্টিক অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে। ছবি মুক্তির প্রসঙ্গে মনতাজুর রহমান আকবর বলেন, ‘দর্শকরা হলে গিয়ে আমার পরিচালনায় যতগুলো ছবি দেখেছে তার চেয়ে একটু ভিন্নতর কিছু দেখবে এ ছবিতে। নয়ন আপন প্রোডাকশনের ব্যানারে ণির্মিত হয়েছে ছবিটি।’ ছবিতে গান থাকছে মোট ৬টি। কবির বকুল ও সুদীপ কুমার দীপেরে লেখা গানগুলোতে সুর দিয়েছেন কবির বকুল ও অমিত চ্যাটার্জী। এছাড়া গানগুলো গেয়েছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী, তৌসিফ ও মুহিন। ছবিটিতে আকাশ ও আঁচল ছাড়াও অমিত হাসান, বিপাশা কবির, প্রবীর মিত্র, রেহানা জলি, মাহমুদুল ইসলাম মিঠু, সুশান্ত, ফকিরাসহ আরো অনেকে অভিনয় করেছেন।


Comments
Loading...