Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বোরো চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুলবাড়ীর কৃষকরা

boro photoফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় সেচসহ প্রয়োজনীয় উপকরণের দাম বৃদ্ধির পরও তীব্র কুয়াশা ও শীত উপেক্ষো করে বোরো আবাদে ব্য¯ত সময় কাটাচ্ছেন কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলার কৃষকরা।
আমনের ফসল ঘরে তোলার সাথে সাথে শুরু করে দিয়েচ্ছেন বোরো ধানের বীজতলা তৈরির কাজ । আমনে আশারুপ ফলন পাওযায় এবার বোরো চাষে প্রচুর আগ্রহ দেখা গেছে ফুলবাড়ীর কৃষকদের মাঝে।
তবে সেচের দাম ও শ্রমিকের দাম বৃদ্ধি সাথে বিপাকে পড়েছেন কৃষকরা ।এক যুগ আগেও এই এলাকায় জমি চাষ করা হতো লাঙ্গল দিয়ে বর্তমানে প্রায় আশি ভাগ জমি চাষ করা হচ্ছে ট্রাকটর দিয়ে।এ এলাকায় বিঘা প্রতি ৮ শত টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন শ্রমিকরা। রশি টেনে ও রশি ছাড়া দুই পদ্ধতিতে চারা রোপনের কাজ করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায় যে,এবার উপজেলার ৬ টি ইউনিয়নে মোট ৯ লক্ষ ৫ হাজার হেক্টর চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।
উপজেলার সদর ইনিয়নের চন্দ্রখানা গ্রামের কৃষক মজিবর রহমান জানান,হরতাল অবরোধের কারণে তেল ও সারের দাম একটু বেশী যা আমাদের মত কৃষকদের জন্য ক্ষতিকর।

Leave A Reply

Your email address will not be published.