বোয়ালখালীতে কালাচাঁদ ঠাকুরবাড়ির ধর্মসভা বৃহস্পতিবার শুরু
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ির ৩ দিনব্যাপী ষোড়শ প্রহর নামসংকীর্ত্তন, ধর্ম সভা ও বার্ষিক মহোৎসব আগামী ৩ মার্চ ২০১৬ ইং বৃহস্পতিবার থেকে ঠাকুর বাড়ি অঙ্গনে শুরু হতে যাচ্ছে। আগামী ৫ মার্চ ২০১৬ ইং দিবাগত ভোররাতে উৎসব শেষ হবে। এ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী নানান ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে ৩ মার্চ ২০১৬ ইং বৃহস্পতিবার প্রথম দিন সকাল ১১টায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ, বিকেল সাড়ে ৪টায় ভক্তিমূলক গান, সন্ধ্যা সাড়ে ৭টায় ধর্মসভা, রাত ৯টায় টিভি ও বেতার শিল্পীবৃন্দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ১০টায় চ্যানেল আই শিল্পী অনন্যা আচার্যের পরিবেশনায় পদাবলী কীর্ত্তন এবং রাত সাড়ে ১০টায় হরিনাম সংকীর্ত্তনের শুভ অধিবাস। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিতব্য ধর্ম সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মঈনউদ্দিন খান বাদল। বিশেষ অতিথি থাকবেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ৪ মার্চ ২০১৬ ইং শুক্রবার বেলা ১২টায় শ্রীশ্রী ঠাকুরের পুজা ও ভক্তি অর্ঘ নিবেদন, দুপুর ১টায় শ্রীশ্রী ঠাকুরের রাজ ভোগ প্রদান ও আরতি, প্রতিদিন দুপুর দেড়টায় ও রাত ১০টায় মহা প্রসাদ বিতরণ। অনুষ্ঠানের তৃতীয় দিন ৫ মার্চ ২০১৬ ইং শনিবার ও একই কর্মসূচি বলবৎ থাকবে। এ ছাড়া তিনদিন ব্যাপী বার্ষিক মহোৎসবে অহোরাত্র শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে। এতে নাম সুধা বিতরণে থাকবেন জয়রাম স¤প্রদায় (ব্রাহ্মণবাড়িয়া), জয় বাসন্তি স¤প্রদায় (খুলনা), রাম মন্দির স¤প্রদায় (যশোর), শ্রীগুরু স¤প্রদায় (চট্টগ্রাম) এবং আদি গীতাঞ্জলী স¤প্রদায় (মাদারীপুর)। তিনদিনব্যাপী অনুষ্ঠিতব্য ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব ও ধর্মসভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বার্ষিক মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি বাপন কুমার ভঞ্জ ও সাধারণ সম্পাদক শ্যামল মজুমদার বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।