Connecting You with the Truth

বোয়ালখালীর শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এম.আর মিলন (ব্যুরো প্রধান চট্টগ্রাম)

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা আজ ১২ জুলাই ২০২৪ ইংরেজি শুক্রবার সকাল ১১টায় ঠাকুরবাড়ীস্থ ‘পারিজাত’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি কিরণ ভঞ্জের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শ্যামল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী। নিরীক্ষা রিপোর্ট পেশ করেন পরিষদের মেলা বিষয়ক সম্পাদক বিটু মিত্র। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস.এম জসিম উদ্দিন, আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও শ্রীশ্রী দেওয়ানেশ্বরী কালী মন্দিও পরিচালনা পরিষদের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক প্রদীপ কুমার শীল, বোয়ালখালী পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, স্যার আশুতোষ সরকারী কলেজের অধ্যাপক সুবিমল চৌধুরী, কানুনগোপাড়া ড. বি.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপন কুমার ভঞ্জ, বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক নির্মলেন্দু পারিয়াল ও পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী।
বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ মল্লিক, সহ-সভাপতি রনজিত চৌধুরী বাচ্চু, সহ-সভাপতি বরুণ ভট্টাচার্য, সহ-সভাপতি সঞ্জয় দে, সহ-সম্পাদক সমীরণ দেব, প্রচার-প্রকাশনা সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল, সদস্য জ্যোতির্ম্ময় নন্দী, পংকজ চক্রবর্তী, রাজীব পাল, লিটন ঘোষ, চিত্তরঞ্জন শীল প্রমূখ।
সভায় বক্তারা ঠাকুরবাড়ির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে গুরুত্বারোপ করেন। শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের কর্মকর্তা-সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শুভানুধ্যায়ী ও ভক্তবৃন্দরা সাধারণ সভায় অংশ নেন।

Comments
Loading...