Connecting You with the Truth

বোয়ালমারীতে সরে দাঁড়ালেন আওয়াগী প্রার্থী

2000px-বাংলাদেশ_নির্বাচন_কমিশনের_লোগোখন্দকার আব্দুল্লাহঃ আগামি ২৩ এপ্রিল অনুষ্ঠতব্য ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বোয়ালমারী ইউপি নির্বাচনে বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিলেন আওয়াগী দলীয় প্রার্থী মোঃইউনুচ । এ বিষয়ে গতকাল বৃহঃবার (২১.০৪.১৬) চালিনগর নিজ গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন নির্বাচনের শুরু থেকে তাকে ও তার কর্মীদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা তার নির্বাচনী প্রচারে বাঁধা পোস্টার ছিঁড়ে ফেলাসহ হুমকিধমকি দিয়ে আসছিল। নির্বাচন থেকে সরে দাড়ানোর বিষয়টি উপজেলা আওয়াগী নেতৃবৃন্দকে অবহতি করেছেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, আলাপ আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। পরবত্তিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর মোঃহামিদুল বাড়ী বরুনের আনারস মার্কয় সমর্থন করেন।

Comments
Loading...