‘বৌদ্ধ জাতির সমৃদ্ধ ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে’
চট্টগ্রাম প্রতিনিধি:
পটিয়া উপজেলায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী শীলাবুদ্ধ ও বাইশ বুদ্ধের মেলার সমাপণী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সমাপণী দিনে পাঁচরিয়া গন্ধকুটি বিহারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বৌদ্ধ জাতির আড়াই হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস আগামী প্রজন্মকে জানাতে হবে। এতে আরও সমৃদ্ধশীল হবে বাঙালি বৌদ্ধ জাতির হাজার বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস। অসাম্প্রয়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় এ গুরুদায়িত্ব পালন করতে হবে তরুণ সমাজকে। পাশাপাশি নেতৃত্বলোভী ধর্মীয় অপরাজনীতির অপচ্ছায়া থেকে মুক্ত থেকে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিনিধিত্বকারীর ভূমিকায়।
বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন জিটিভির চট্টগ্রাম ব্যুরো চিফ অনিন্দ্য টিটো, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি শ্রীমৎ জ্ঞানানন্দ মহাথের ও শ্রীমৎ শীলভদ্র মহাথের, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের সভাপতি ঝুলন বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন গ্ল্যাক্সো স্মিথ কাইনের পরিচালক প্রকৌশলী রাজীব বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক শ্যামল মিত্র বড়ুয়া, তরুণ সমাজ সেবক সুশীল বড়ুয়া, লিটন বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক সত্যানন্দ বড়ুয়া। মেলায় বিশেষভাবে তৈরি মঞ্চে সপ্তদশ শতকে স্বপ্নে পাওয়া শীলাবুদ্ধ ও আরাকান রাজত্বকালীন সময় ১৯৫২ সালে পাঁচরিয়া দিঘি খননের সময়ে পাওয়া ২২ টি বুদ্ধমূর্তি প্রদর্শন করা হয়।