Connecting You with the Truth

রাজশাহীতে ব্যুরো বাংলাদেশ এর আড়ানী শাখায় চুরি

churiসেলিম ভান্ডারী, রাজশাহী: ব্যুরো বাংলাদেশ এর রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী শাখায় চুরি হয়েছে। গত শুক্রবার রাতে চোরেরা অফিসের জানালা দিয়ে কৌশলে চাবি বের করে নেয়। ওই চাবি দিয়ে মুল ফটকের দরজা খুলে। পরে অফিসের একটি কম্পিউটার চুরি করে নিয়ে গেছে।
অফিসের মালিক গোলাম মোস্তফা জানান, আমি রাতের খাবার খেয়ে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়ি। চোরেরা জানালা দিয়ে প্রায় তিন হাত লম্বা কঞ্চি দিয়ে কৌশলে চাবি বের করে নেই। তারপর চাবি দিয়ে মুল দরজা খুলে একটি কম্পিউটার চুরি করে নিয়ে গেছে। তবে তিনি স্থানীয় পৌর মেয়র মুক্তার আলীর মাধ্যমে বাঘা থানার পুলিশকে জানানো হয়েছে বলে জানান। শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ছুটির দিনে গ্রামের বাড়িতে ছিলেন। ঘটনাটি শুনেছেন বলে জানান।
বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আলী আহমদ জানান, আড়ানী মেয়রের মাধ্যমে ঘটনাটি জানার পরপর অফিসার পাঠিয়েছিলাম। তবে কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

Comments
Loading...